* করোনায় আক্রান্ত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি
* লকডাউনের ১২তম দিন, কমছেনা করোনা রোগীর সংখ্যা
* এনজিও গুলোতে ১৬৩ জন করোনায় আক্রান্ত
* অন্যান্য টেকনাফ পৌরসভায় চলছে 12 তম দিনের লকডাউন।
কমছেনা করোনা রোগীর সংখ্যা। উল্টো বেড়েই চলেছে করোনায় পজিটিভ রোগী। লকডাউনের পরেও রোগীর সংখ্যা না কমায় মেয়াদ বাড়ানো হবে লকডাউনের। এমনটাই জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। কক্সবাজারের উখিয়ায় এপর্যন্ত 163 জন এনজিও কর্মী করোনায় আক্রান্ত! আক্রান্ত ব্যক্তিদের ভাষ্যমতে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতে গিয়ে তারা করোনায় আক্রান্ত হয়েছেন। কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্প গুলোতে 140টি এনজিওর মধ্যে 20 থেকে 25টি এনজির 163 জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়। করোনাকালীন সময়ে মাদকের ভয়াবহ বিস্তার বেড়েছে বান্দরবান-কক্সবাজার সীমান্তবর্তী এলাকায়। বিশেষ করে বাইশারী-গর্জনিয়া দুই ইউনিয়নের মধ্যবর্তী স্থান উত্তর বড়বিল জারাইল্যাঝিরি নামক জায়গাটি মাদক কারবারি ও সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হয়ে উঠেছে। জানা গেছে এসব নিয়ন্ত্রণ করছে ভয়ংকর সন্ত্রাসী জালাল উদ্দিন প্রকাশ রইব্বা ও তার ভাই শীর্ষ ডাকাত জুনাইদ। সম্প্রতিক তাদের মাদকের ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল আবছারের ছেলে সরওয়ারকে এলোপাতারি কুপিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলা হলেও সন্ত্রাসীদের হুমকির মুখে সরওয়ারের পরিবার। টেকনাফ পৌরসভার 9নং ওয়ার্ডের সাংবাদিক নুরুল হকের পিতা শামসুল হুদা ইন্তেকাল করেছেন, ইন্না ইলাইহি অইন্নইলাইহি রাজিউন… আজ শুক্রবার জুমার নামাজের পরে মরহুমের জানাজা সম্পন্ন হয়। সাংবাদিক নুরুল হকের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টেকনাফ সাংবাদিক ইউনিটি।
Discussion about this post