নুরুল হোসাইন,টেকনাফ:
টেকনাফ পৌরসভায় স্বপ্ন দ্রষ্টা, প্রথম প্রশাসক ও চেয়ম্যান দুই দুই বার নির্বচিত সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদিির ঐকান্তিক
প্রচেষ্টায় বাস্তবায়নাধীন এমজিএসপির প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের অর্থায়ানে ১৭ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ণমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করনে কক্সবাজার-৪ (উখয়িা-টেকনাফ) আসনের সাংসদ শাহীন আক্তার চৌধুরী ও সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি। রবিবার (২২ নভম্বের) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার জীপ ষ্টেশনের বিশ্ব ব্যাংকের অর্থায়ানে ১৭ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ণমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মো হাফিজুর রহমান, পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, ওসি অপারশেন মো খোরশদে আলম, পৌরসভার প্যানেল মেয়র-১ মাৌলানা মুজবিুর রহমান, প্যানেল মেয়র- ২ আব্দুল্লাহ মনির, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর,বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল গফুর শরীফ, বিশিষ্ঠ ঠিকাদার মনিরুজ্জমান, তোয়াক্কল হোসাইন, রেজাউল হাসান মাসুম,মোস্তাক আহম্মদ,পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃআব্দুল্লাহ, টেকনাফ সাংবাদকি ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল হোসাইনসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদর্কমীরা।
Discussion about this post