নিজস্বপ্রতিবেদক :: কক্সবাজারের উখিয়া -টেকনাফের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত চারটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে টেকনাফের হ্নীলাস্থ বাড়িতে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
তবে, কর্তব্যরত চিকিৎসকদের মতে, হাসপাতালে ভর্তির আগেই মারা যান মোহাম্মদ আলী।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাশেদ মোহাম্মদ আলী
তিনি জানান, মরহুম অধ্যাপক মোহাম্মদ আলীর নামাজে জানাজা আজ বিকেল সাড়ে চারটায় হ্নীলা দরগাহ সি এন্ড বি মাঠে অনুষ্ঠিত হবে।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী ১৯৯৬-২০০১ সালে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য নিবেদিত কর্মীবান্ধব নেতা ছিলেন অধ্যাপক মোহাম্মদ আলী। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।
অধ্যাপক মোহাম্মদ আলীর আত্মার মাগফিরাত কামনায় পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে টেকনাফ সাংবাদিক ইউনিটির শোক প্রকাশ করেছেন
শোক প্রকাশ- টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান এক বিবৃতিতে সংগঠনের উপদেষ্টা পরিষদ এবং সকল সদস্যদের পক্ষে শোক সম্ভ্রান্ত পরিবার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Discussion about this post