প্রতিনিধি, টেকনাফ, কক্সবাজার।
কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান টেকনাফ মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ১৯৯৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পূর্ণমিলনী, ২৫ বছর পূর্তি ও রজতজয়ন্তী পালিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় টেকনাফ পৌরসভা প্রধান সড়কে শিক্ষার্থীদের সমন্বয়ে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল মনজুর, সাবেক সাংসদ আবদুর রহমান বদি, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল বশর ও প্রাক্তন শিক্ষক মাহমুদুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মধ্যে আড্ডাসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে।
শিক্ষার্থী জাহেদুল ইসলাম মাহমুদ ও মোহাম্মদ আলী প্রয়াস অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পূর্নমিলনী অনুষ্ঠান উপলক্ষে “বন্ধুত্বের স্মারক” স্মরণিকার উন্মোচন করেন অতিথিরা । অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা স্মারক, মরণোত্তর শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট, তৎকালীন ও বর্তমান শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট, তৎকালীন ও বর্তমান স্কুল পরিচালনা কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বক্তারা বলেন, এ ৯৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সমন্বয়ে টেকনাফ থেকে মাদকের যে দুর্নাম রয়েছে তা মুছে ফেলার আন্দোলনের সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে। টেকনাফ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের একযুগে কাজ করার আহ্বান জানানো হয়।
Discussion about this post